Tolly News

আবিরের অভিজ্ঞতা!

নববর্ষের প্রাক্কালে মুক্তি পেতে চলেছে ‘বিসর্জন’। ছবি মুক্তির আগে আনন্দলোক-এর মুখোমুখি হয়েছিলেন আবির চট্টোপাধ্যায়। সেখানে আড্ডার মাঝেই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও জয়া এহসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন তিনি। আবিরের মতে, ‘‘কৌশিকদা ব্রিলিয়ান্ট স্ক্রিপ্ট রাইটার। ওঁর মতো অভিনেতাও টলিউডে বিরল। সেজন্যই উনি অভিনেতাদের থেকে সেরা কাজটা আদায় করে নিতে পারেন। সঙ্গে সেনসিবিলিটি ও বুদ্ধিমত্তা দুটোই দারুণভাবে ব্যালান্স করতে পারেন কৌশিকদা। ওঁর ছবি তৈরির ধরনটাও আমার ভাল লাগে। অনেকদিন ধরেই কৌশিকদার ছবিতে কাজের ইচ্ছে ছিল। কিন্তু ডেট ক্ল্যাশ করে যাওয়ার হয়ে উঠছিল না। অবশেষে ‘বাস্তুশাপ’-এ কাজের সুযোগটা চলে আসে। তারপরে ‘বিসর্জন’-এ কাজের পরে ফের ‘ছায়া ও ছবি’তেও একসঙ্গে কাজ করলাম। সেদিক থেকে আমার আর কৌশিকদার হ্যাটট্রিকও বলতে পারেন।’’ আর জয়া এহসানের সঙ্গে তাঁর জুটি নিয়েও বেশ উচ্ছ্বসিত আবির। তিনি জানিয়েছেন, ‘আবর্ত’-তে একসঙ্গে কাজ করলেও তাঁদের জুটি তেমনভাবে দর্শকদের নজরে আসেনি। এই ছবিতে কাজের পরে সেই আক্ষেপ মিটবে। সঙ্গে তিনি জানিয়েছেন, ‘বিসর্জন’-এর শুটিংয়ে জয়া প্রচুর সাহায্যও করেছেন আবিরকে।

ফোটো: ‘বিসর্জন’ ছবির বিভিন্ন মুহূর্ত