magazine_cover_12_october_19.jpg

Tolly News

ইডির তলব প্রসেনজিতকে?

Mattr-Prosenjit-big মদন মিত্রের পর এবার পালা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। রোজ়ভ্যালি কাণ্ডের জন্য আগামী ১৯শে জুলাই দুপুর বারোটার মধ্যে ইডির দফতরে ডাক পড়ল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। প্রসঙ্গত, আগে রোজ়ভ্যালির একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে প্রসেনজিতকে। রোজ়ভ্যালি গ্রুপের ছবিতেও কাজ করেছেন তিনি। শোনা যাচ্ছে, বিগত কয়েকদিন হল রোজ়ভ্যালি গ্রুপের কর্ণধার গৌতম কুণ্ডুকে জিজ্ঞেসাবাদের পর বেশ কিছু বড় নাম উঠে এসেছে। তার মধ্যে রয়েছে প্রসেনজিতের নামও। নিজের প্রোডাকশনের এক সিরিয়ালের প্রচারে প্রসেনজিৎ এখন বোলপুরে। সেখানে এই বিষয়ে যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি স্পষ্ট জানান, ‘‘হ্যাঁ, চিঠি পেয়েছি। তবে চিঠিটা এখনও পড়া হয়নি। আগে বাড়ি ফিরে চিঠিটা মন দিয়ে পড়ি। আর ইডি যদি ডেকে থাকে, তা হলে না যাওয়ার কী আছে? অবশ্যই যাব।’’

আসিফ সালাম