magazine_cover_12_january_20.jpg

Bolly News

দিশা-একতা সংবাদ

এবার একতা কপূরের ছবিতে প্রথমবারের জন্য অভিনয় করতে চলেছেন দিশা পটানি। একতা কপূর প্রযোজিত আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল’ ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে। এর মধ্যেই তাঁর পরবর্তী প্রজেক্টের কথা ঘোষণা করে দিলেন তিনি। জানা যাচ্ছে, কমেডি সেই ছবিতে একটি ছোট শহরের পঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন দিশা। মুখ্য ভূমিকায় এটাই তাঁর প্রথম অভিনয়। তাঁর চরিত্রটিকে ঘিরেই তৈরি হবে সিনেমাটি। বলিউডের বিনোদন-দুনিয়ার ‘কন্টেন্ট কুইন’-এর সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে আপ্লুত দিশা। নিজের প্রথম সোলো ছবির চিত্রনাট্য লিখবেন ‘ড্রিম গার্ল’-এরই চিত্রনাট্যকার রাজ শান্ডিল্য। একতার মতে, ভারতের যুব সমাজের সঙ্গে দিশা খুব তাড়াতাড়ি নিজেকে কানেক্ট করে নিতে পারেন। তাছাড়া, ‘ওয়াইল্ড’, ‘ইনোসেন্ট’স ‘ক্রেজ়ি’ আর ‘সেন্সিবল’ এই চরিত্রটি তিনি ছাড়া আর কেউ করতে পারতেন না। ফলে দিশাই ছিলেন চরিত্রটির জন্য তাঁর প্রথম পছন্দ। তবে মেয়েরা বরাবরই তাঁর ছবিতে অন্যতম প্রধান ভূমিকায় থাকলেও নিজের ছবিকে ‘নারীকেন্দ্রিক’ বলতে আপত্তি একতার। ছবিটি পরিচালনা করবেন আশিমা ছিব্বার।

ekta kapoor | disha patani | dream girl