magazine_cover_12_March_19.jpg

 

Home sports ফ্যামিলিম্যান ধোনি

ফ্যামিলিম্যান ধোনি

Dhoni-in-Vacation-img1 পরশু ইনস্টাগ্র্যামে শেয়ার হওয়া বেশ কিছু ছবির কোলাজ নিয়ে তৈরি একটি ভিডিওতে দেখা যায়, আমাদের প্রায় সকলেরই পরিচিত এক ব্যক্তি তার বউ-মেয়ের সঙ্গে হাসিঠাট্টা করছেন; পোষা কুকুরদের সঙ্গে বল নিয়ে খেলতেও দেখা যায় তাঁকে। Dhoni-in-Vacation-img2 এক মিনিটের এই ভিডিওটির ক্যাপশন, “পরিবারের সঙ্গে কাটানো কিছু মজার মুহূর্ত”। একঘণ্টার মধ্যে তিন লক্ষের বেশি লোক দেখে নিয়েছে সেই ভিডিও! ঝড়ের গতিতে পড়তে থাকে লাইক আর কমেন্টস! Dhoni-in-Vacation-img3অবশ্য হওয়ারই কথা, মানুষটি যে আমাদের প্রিয় মহেন্দ্র সিংহ ধোনি! কাজেই বোঝা যাচ্ছে, ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে না গেলেও বর্তমানে পরিবারকে নিয়ে খুবই ব্যস্ত তিনি। ভিডিওতে ফুরফুরে মেজাজের ধোনিকে দেখে মনে হল, রোজকার রুটিনের বাইরে এই ছুটি তিনি ভালই উপভোগ করছেন। এখন ছুটি কাটালেও আগামী ৭ এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএল-এ ‘চেন্নাই সুপার কিংস’-এর জার্সিতে দেখা যাবে ধোনিকে।

MS Dhoni | IPL | Sakshi Dhoni | Ziva Dhoni | Sri Lanka