magazine_cover_12_february_19.jpg

Tolly News

প্রযোজক দেব গেলেন থাইল্যান্ড

dev01

এবার হল উলটপুরাণ! এতদিন অভিনেতা হিসেবে ছবির শুটিং করার জন্য কিংবা নিছক বেড়ানোর উদ্দেশ্যেই বিদেশে পাড়ি দিতেন টলিউডের সুপারস্টার দেব। কিন্তু এবার তিনি থাইল্যান্ড পাড়ি দিলেন একদম অন্য কারণে। আসলে তিনি যে এখন আর শুধু অভিনেতা নন। প্রযোজকও বটে। রাজ চক্রবর্তীর পরিচালনায় নিজের একক প্রযোজনায় চলছে ‘চ্যাম্প’-এর শুটিং। ছবিতে নায়িকার ভূমিকায় এই প্রথম দেখা যাবে নায়কের বান্ধবী রুক্মিনী মৈত্রকেও। বঙ্গদেশে শুটিংয়ের পার্ট প্রায় সারা হয়ে গিয়েছে। এবার ডেস্টিনেশন থাইল্যান্ড। ‘চ্যাম্প’-এর পরের পর্বের শুটিং হবে সেখানেই। তাই শুটিং শুরুর আগে রেইকি করার উদ্দেশ্যেই গতকাল থাইল্যান্ডে উড়ে গিয়েছেন প্রযোজক দেব। যাওয়ার আগে মজা করে টুইট করেছেন, ‘প্রযোজক হওয়া বড়ই কঠিন। অ্যাক্টরই আচ্ছা থা ইয়ার!’’