magazine_cover_12_august_19.jpg

Tolly News

প্রযোজক দেবের জোড়া চমক

dev-big-10-02-2019২০১৯ -এর পুজো আর বড়দিনের উত্তাপ বাড়িয়ে দিলেন দেব। নিজের প্রোডাকশন হাউস থেকে একসঙ্গে দুটি সিনেমা অ্যানাউন্স করে… প্রথমে পুজোর সিনেমাটির কথা বলি। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘পাসওয়ার্ড’। সাইবার ক্রাইম নিয়ে তৈরি এই ছবিতে দেব চমক দিয়েছেন স্টারকাস্টে। dev-big-10-02-2019img2 কারণ এই প্রথমবার দেবের প্রোডাকশনে কাজ করবেন পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম এবং আদৃত। এছাড়া দেব-রুক্মিণী তো আছেনই। দ্বিতীয় ছবিটা, অনিকেত চট্টোপাধ্যায়ের ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের তৈরি রূপকথার জগৎকে বড় পর্দায় আনার ঘোষণা দেব আগেই করেছিলেন। তবে তার অভিনয় করার কথা ছিল। কিন্তু এখন প্রযোজনা মন দিয়ে করবেন বলে সরে দাঁড়িয়েছেন। এখন অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং খরাজ মুখোপাধ্যায়। বলা বাহুল্য, প্রয়োজক হিসেবে একেবারে গুছিয়ে নামছেন দেব, এবারও ছাপ রাখলেন নিজের স্বকীয়তার। দুটো বড় উৎসবকে ঘিরে দুটো বড় ছবি আনলেন আগেভাগেই…