magazine_cover_12_november_19_00.jpg

Tolly News

এসভিএফ-এ ফিরলেন দেব, পরিচালক এবার ধ্রুব

বেশ কয়েকটা চমকপ্রদ খবর থাকছে এই প্রতিবেদনে,

প্রথম, অনেক বছর পর দেব কাজ করছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে
এবং দ্বিতীয়, এবার দেবের পরিচালক হচ্ছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়

হ্যাঁ, চমক এটাই। ‘গুপ্তধনের সন্ধানে’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর পর পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের চাহিদা এখন তুঙ্গে। তিনি পরের ছবি কী করছেন, তা নিয়ে দর্শকমনে ভালই কৌতূহল ছিল। শোনা যাচ্ছিল, থ্রিলার ঘরানার বাইরে গিয়ে একটি অন্য ধারার ছবি করার কথা ভাবছেন তিনি। যদিও, ছবির ঘরানা এখনও জানা যায়নি, কিন্তু ঠিক হয়ে গিয়েছে, দেব এবার মুখ্য ভূমিকায় থাকবেন তাঁর ছবিতে। দেব নিজের প্রোডাকশন হাউজ়ের বাইরে গিয়ে কিছুদিন আগেই ‘সাঁঝবাতি’র শুটিং শেষ করেছেন। এবার ফের তিনি গাঁটছড়া বাঁধলেন এসভিএফ-এর সঙ্গে। দেখতে থাকুন, ছবি নিয়ে আরও খবর আমরা নিয়ে আসব আনন্দলোকে।

সায়ক বসু

Dev | SVf | Dhruba Banerjee