magazine_cover_12_mayl_19.jpg

 

Home tolly news details টলিউডের নতুন জুটি: দেব-বিরসা

টলিউডের নতুন জুটি: দেব-বিরসা

অন্যধারার ছবির গণ্ডী ভেঙে মেনস্ট্রিম ছবিতে প্রবেশ করতে চলেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। মিষ্টি প্রেমের গল্পকেই বড়পর্দায় তুলে ধরছেন তিনি। তাঁর নতুন ছবির শুটিংও শুরু হয়ে গেল গতকাল। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব। এই প্রথমবার দেবের সঙ্গে জুটি বাঁধলেন বিরসা। টলি সুপারস্টারের বিপরীতে রয়েছেন মিমি ও শ্রাবন্তী। ছবিতে দেখা যাবে আরেক টলি নায়ক সোহমও। প্রথমদিনের শুটিং হল উত্তর কলকাতার হাতিবাগান সংলগ্ন একটি অঞ্চলে। স্বভাবতই সুপারস্টার দর্শণে উপচে পড়েছিল উত্‌সাহী জনতা। এই প্রথমবার বিরসার সঙ্গে জুটি বাঁধলেন দেব। আরও একটা ইন্টারেস্টিং বিষয় হল এটি দেবের ২৫ নম্বর ছবি। আর সেই ছবির শুটিংয়ে উপস্থিত ছিলেন দেবের মা।