magazine_cover_12_April_19.jpg

Tolly News

আমির খান, ফারহান আখতারদের সঙ্গে দেব?

dev-big আমির খান, ফারহান আখতার, বরুন ধাওয়ান, হৃতিক রোশন, শাহিদ কপূর, টাইগার শ্রফ, বিপাশা বসু, প্রিয়ঙ্কা চোপড়া, সোনু সুদের সঙ্গে দলে রয়েছেন দেব! হ্যাঁ, টলিউডের একমাত্র প্রতিনিধি তিনিই। কথা হচ্ছে রামকমল মুখোপাধ্যায় ও দেবযানী ঘোষের ফিটনেসের উপর নতুন বই, ‘ফিটনেস সিক্রেট অফ দ্য স্টারস’ নিয়ে। প্রসঙ্গত, এই বইতে বলিউডের তারকাদের ফিটনেস রহস্য খোলসা করা হয়েছে। কথা বলেছেন তাঁদের পার্সোন্যাল ট্রেনাররাও। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এই বইতে একমাত্র জায়গা পেয়েছেন দেব। এই প্রসঙ্গে বুক লঞ্চ অনুষ্ঠানে এসে দেব জানান, ‘‘রামকমল আমার খুব ভাল বন্ধু। একটা সময় হি ওয়াজ় আ রেসপেক্টেড জার্নালিস্ট। এখন অন্য ফিল্ডেও খুব ভাল কাজ করছে। ওর এই বইতে জায়গা পেয়ে খুব লাকি ফিল করছি। বিশেষ করে আমির, ফারহানের মতো নক্ষত্রদের সঙ্গে জায়গা পেয়ে।’’

আসিফ সালাম

Dev | Bengali superstar Dev | Ramkamal Mukherjee new book