magazine_cover_27_november_18.jpg

 

Home bolly news details পরিণীতির দিনযাপন!

পরিণীতির দিনযাপন!

বেচারি পরিণীতি, শুটিংয়ের চক্করে দেশের সবচেয়ে দূষিত শহরে দিন কাটছে তাঁর। আসলে ‘সন্দীপ অউর পিঙ্কি ফেরার’ ছবির শুটিং চলছে দিল্লিতে, তাই অন্য কোথাও যাওয়ার উপায়ও নেই। মুখে মাস্ক পরে শুটিং করছেন পরিণীতি। কিন্তু শুটিং শেষ করে হোটেলে ফেরার নাম করছেন না। সেই সময়ে দৌড়চ্ছেন শপিংয়ে। কারণ, দিল্লিতে এসে শপিং না করতে পারলে নাকি মন খারাপ করে পরিণীতির। তাই স্মগের জন্য মুখে মাস্ক পরে শপিংয়ে বেরিয়ে পড়ছেন তিনি। আপাতত দিল্লিতে পরিণীতির রুটিন হল, শুটিং, শপিং, রেস্ট আবার শুটিং, শপিং, রেস্ট।

Parineeti Chopra | shooting | smog | shopping