Bolly News
দীপিকা এবার প্রযোজনায়?
অনুষ্কা শর্মা, প্রিয়ঙ্কা চোপড়ার পর এবার দীপিকা পাড়ুকোন আসছেন প্রযোজনায়। নিজের পরবর্তী ছবিতেই দীপিকার প্রযোজকের ভূমিকায় আসার কথা শোনা যাচ্ছে। তবে দীপিকার বক্তব্য, তিনি প্রোডাকশনের যে-কোনও কাজই খুশি মনে করবেন। তা প্রোডিউসরই হোক বা লাইন প্রোডিউসর। কারণ তাঁর ব্যক্তিত্বই সেরকম। খুব গোছানো স্বভাবের তিনি। অর্গানাইজ় করতে ভালবাসেন। নিছক পয়সা কামানোর জন্য প্রযোজক হচ্ছেন না তিনি।
You Might Like