magazine_cover_12_April_19.jpg

Bolly News

কী হয়েছে দীপিকার?

deepika-padukone-big এয়ারপোর্টে দেখা দিচ্ছেন দীপিকা পাড়ুকোন। হাস্যোজ্জ্বল, যেমনটা থাকেন। কিন্তু ঘাড়ের কাছে এটা কী? ব্যান্ডেজ! এইদেখেই চমকে উঠেছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। পেনকিলার ব্যান্ডেজ লাগিয়ে, মুখে একটুও ব্যথার লেশ না রেখে চলাফেরা করছেন দীপিকা। কিন্তু কী হয়েছে তাঁর? খবর বলছে, পিঠের ব্যথায় ভুগছেন দীপিকা। ‘পদ্মাবত’-এর শুটিংয়ে চোট লাগে তাঁর। মাঝে ঠিক হয়ে গিয়েছিলেন, কিন্তু আবার সেই ব্যথা ফিরে এসেছে। যার ফলে তাঁর পরবর্তী ছবির কাজও পিছিয়ে গিয়েছে। বিশাল ভরদ্বাজের ছবিতে অভিনয় করছেন দীপিকা আর ইরফান খান। ইরফানের জন্ডিস, দীপিকার পিঠে ব্যথার জন্য শুট পিছিয়েছেন বিশাল। আশা করা যায়, খুব শিগগির সেরে উঠবেন সুন্দরী।

Deepika Padukone | Irrfan Khan | Vishal Bharadwaj