magazine_cover_12_April_19.jpg

 

Home gossip details ঝগড়া কি তাহলে সত্যি-সত্যি?

ঝগড়া কি তাহলে সত্যি-সত্যি?

sonam-deepika-big দীপিকা পাড়ুকোনের আর সোমন কপূরের সম্পর্কটা কিছুতেই ভাল হচ্ছে না! সোনমের বিয়ে উপলক্ষে পুরো বলিউড দিব্যি একটা গেট টুগেদার সেরে নিল। সকলে সব দুঃখ-ঝগড়া ভুলে গলা জড়িয়ে ছবি তুললেন, কিন্তু সেই গলা জড়াজড়িতে দীপিকা অনুপস্থিত। হ্যাঁ, হ্যাঁ আপনি দীপিকা ভক্ত বলবেন, দীপিকা তো ভারতেই নেই। তিনি তো মেট গালার রেড কার্পেট কাপাচ্ছেন। বন্ধু, মনে করিয়ে দিই, সেই অনুষ্ঠানে প্রিয়ঙ্কা চোপড়াও আছেন। তিনি কিন্তু সোনমকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। সেই টুইটের উত্তরে সোনমের ভাই হর্ষবর্ধন কপূর বলেছেন, তাঁরা প্রিয়ঙ্কাকে মিস করেছেন। একই ঘটনা অনুষ্কা শর্মার ক্ষেত্রেও। অনুষ্কা বিয়েতে না আসতে পারার জন্য ‘সরি’ বলে টুইট করলে, সোনম আনসার দেন, বিরাট আর অনুষ্কাকে তাঁরাও মিস করেছেন। আর দীপিকা? না তিনি কোনও শুভেচ্ছা টুইটও করেননি(এখন অবধি)। ও হ্যাঁ মনে করিয়ে দিই, সোনমের বিয়েতে গিয়ে দীপিকার বয়ফ্রেন্ড রণবীর সিংহ কিন্তু নেচেকুঁদে একসা করলেন। সকাল থেকে উপস্থিত ছিলেন তো বটেই। বাডি অর্জুন কপূরের সঙ্গে লাইভ করলেন। সকলের গলা জড়িয়ে ছবি তুললেন। অনিল কপূরের সঙ্গে নাচ করলেন। যদিও রণবীর সোনমের লতাপাতায় আত্মীয়। তা তিনি কি একবারও দীপিকাকে বলেননি কিছু…জানি না বাবা! এই ঝগড়ায় রণবীরের কথা ভাবলেই কেমন যেন ভয় হচ্ছে।

DEEPIKA PADUKONE | SONAM KAPOOR | RANVEER SINGH | MARRIAGE.