magazine_cover_12_april_18.jpg

Anandalok Gossip

বউ আসলে বউ নয়!

Deepak-Tijori-bigদীপক তিজোরিকে মনে আছে? ‘খিলাড়ি’, ‘যো জিতা ওহি সিকন্দর’-এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন ইনি, চেনা মুখ। এহেন দীপক তিজোরি সম্প্রতি নিজের বাড়ি ঢুকতে গিয়ে ঘাড়ধাক্কা খেলেন! নেপথ্যে তাঁর স্ত্রী শিবানী। দীপকের স্ত্রী শিবানী হঠাৎই প্রচণ্ড খড়্গহস্তা হয়ে উঠেছেন। বাড়িতে একটি ঘরে দীপককে পড়ে থাকতে হয়, খাওয়া-দাওয়াও জোটে না বিশেষ। অভিযোগ এই, দীপক নাকি তাঁর সেক্রেটারির প্রেমে পড়েছেন। কিন্তু এই ঘটনার মধ্যেই আরও সাংঘাতিক খবর জানতে পেরেছেন দীপক। দীপকের সঙ্গে বিয়ের আগে শিবানীর আর এক স্বামী ছিলেন। এখন জানা যাচ্ছে, সেই স্বামীর সঙ্গে নাকি শিবানীর ডিভোর্সই হয়নি! ফলে, দীপকের বিয়েটিই তো ধোঁপে টেকে না। এদিকে দীপকের বিরুদ্ধে কোর্টে মামলা ঠুকে বসে আছেন শিবানী, দিন গুজরানের খরচা চাইছেন। সব মিলিয়ে, দীপক তিজোরি বিশ বাঁও জলে!

Deepak Tijori