magazine_cover_12_august_19.jpg

Tolly News

এক সাহসী মেয়ের গল্প…

টলিউডে বিরল তো বটেই, এখন অবধি ভারতীয় সমাজে এই সাহসী পদক্ষেপ দেখা যায় না। শ্রেয়া পাণ্ডের কথা বলছি। সারোগেসির মাধ্যমে সিঙ্গল মাদার হয়েছেন তিনি। প্রসঙ্গত ভারতে তিনিই প্রথম সিঙ্গল মাদার, যিনি কিনা সারোগেসির সাহায্য নিলেন। শ্রেয়া জানিয়েছেন শাহরুখ খানের ছেলে অ্যাবরাম এবং করণ জোহরের সন্তানদ্বয় রুহি আর যশের সারোগেসি যে চিকিৎসক করেছিলেন যতীন শ, তাঁর ক্ষেত্রেও সেই যতীনই প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। শ্রেয়া তাঁর মেয়ের নাম রেখেছেন আদর। ‘’আমি চাই ও একজন ভাল মানুষ হোক,’’ বললেন তিনি।

SHREYA PANDEY | Surrogacy | SINGLE MOTHER.