magazine_cover_12_mayl_19.jpg

 

Home music news কুমার শানুর নামে চক্রান্ত?

কুমার শানুর নামে চক্রান্ত?

kumar-sanu-big0

এর আগেও তাঁর নামে মিথ্যে গুজব রটানো হয়েছে। আরও একবার তার পুনরাবৃত্তি হল। প্রায়ই শোনা যায় যে কুমার শানু নাকি বিজেপি-তে যোগ দিয়েছেন। যদিও এই ঘটনার কোনও সত্যতা নেই। বহুবছর আগে বিজেপি-তে যোগ দিয়েছিলেন শানু। তবে তার পিছনে একটাই কারণ ছিল। নিজের এনজিও-র জন্য যদি কিছু সুবিধে পাওয়া যায়। সেই সম্ভবনা যখন ক্ষীণ হয়ে যায়, তখন শানু বিজেপি থেকে বেরিয়ে আসেন। আনন্দলোক-এর ফেসবুক লাইভে এরকমই জানিয়েছিলেন বলিউডের এই মেলোডি কিং। তবে শানুকে নিয়ে এই চক্রান্ত চলতেই থাকে। বর্তমান এক বাংলা খবরের চ্যানেলে একটি খবর দেখে চমকে যান কুমার শানু। সেখানে এক্সক্লুসিভ খবর দেখানো হয় যে আগামী ১৬ ডিসেম্বর, শিলিগুড়িতে বিজেপি-র জনসভা ও রথযাত্রা মিছিলে নাকি কুমার শানু উপস্থিত থাকবেন। খবরটি দেখেই আনন্দলোক প্রতিনিধিকে ফোন করেন শানু। ক্ষুব্ধ গলায় জানান, ‘‘আনন্দলোক-এর মাধ্যমে আমার সকল শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী শ্রোতাদের জানাচ্ছি, বর্তমানে একটি টিভি চ্যানেলে আমার সম্বন্ধে ভুল প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে, আমি নাকি শিলিগুড়িতে বিজেপি-র জনসভা ও রথযাত্রা মিছিলে উপস্থিত থাকব। খবরটি সম্পূর্ণ মিথ্যে। কোনও এক সময় আমি বিজেপি-তে যোগদান করেছিলাম, কিন্তু বর্তমানে আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। সকল রাজনৈতিক নেতা ও কর্মীদের আমি সম্মান করি। দয়া করে আপনারা আমার মুখ থেকে কোনও কথা না শোনা অবধি কোনও গুজবে কান দেবেন না।’’

আসিফ সালাম

Kumar sanu | conspiracy against Bollywood singer kumar sanu