magazine_cover_12_september_18.jpg

Tolly News

‘ককপিট’-এর অভিনব মিউজ়িক রিলিজ়

cock-1
কথা ছিল, মাঝ আকাশেই হবে মিউজ়িক রিলিজ়। কিন্তু টেকনিক্যাল কারণে সেটা করা সম্ভব না হলেও কলকাতা এয়ারপোর্টের রানওয়েতে এয়ার স্টেয়ারে দাঁড়িয়ে ‘ককপিট’-এর সিডি উন্মোচন করলেন দেব-কোয়েল-রুক্মিনী-কমলেশ্বর-অরিন্দম! সঙ্গে? চমকপ্রদ উপস্থিতি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের! সিডি রিলিজ়ের পর বিমান উড়ে গেল দুর্গাপুরের উদ্দ্যেশে। মিউজ়িক রিলিজ় মাঝ আকাশে না হলেও, ৩৬০০০ ফুট উচ্চতায় সাংবাদিকদের দেদার বাইট দিলেন দেব-কোয়েল-রুক্মিনী। এমনকী অন্ডাল এয়ারপোর্টে পৌঁছে, সেখানেও করলেন একপ্রস্থ সাংবাদিক সম্মেলন। এরকম অভিনব ভাবনা বাংলা ছবির ক্ষেত্রে তো বটেই, ভারতীয় সিনেমার ইতিহাসেও সম্ভবত প্রথম! কলকাতা-দুর্গাপুর-কলকাতা সফল অভিযান সম্পন্ন করে প্রযোজক দেব আনন্দলোককে জানালেন, ‘‘ছবিটার শুটিং যেদিন শুরু করেছিলাম, সেদিন থেকেই মাঝ আকাশে প্রেসকনফারেন্সের ভাবনাটা ছিল। আজ সেটা সফল করতে পেরে ভীষণ শান্তি পেলাম!’’ কোয়েল এবং রুক্মিনী একযোগে জানালেন, ‘‘এরকম অভিনব জিনিস ভাবা এবং সেটা এগজ়িকিউট করার মধ্যে আকাশ-পাতালের তফাত থাকে। হ্যাটস অফ টু আওর প্রোডিউসর!’’ তারপর যোগকরলেন, ‘‘এবার পুজোয় মা আসছেন ‘ককপিট’-এ!’’
COCKPIT | BENGALI MOVIE | DEV | KOEL | RUKMINI

link