magazine_cover_12_april_18.jpg

Bolly News

বিপাশার জন্মদিন পালন!

bipasa-basu-karan-bigকরণ সিংহ গ্রোভরের সঙ্গে বিয়ের পর থেকে স্বপ্নের মতো কাটছে বিপাশা বসুর দিনগুলো। কাজ কম, বেড়াতে যাচ্ছেন বেশি। এর মধ্যেই স্পেন, মলদ্বীপ, বালি বেড়ানো হয়ে গিয়েছে। এবার নিজের ৩৮তম জন্মদিনটি বিপাশা পালন করলেন অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে নানা ধরনের অ্যাডভেঞ্চার স্পোটর্স করলেন তাঁরা। ঘুরে বেড়ালেন নানা আইল্যান্ড। বিপাশা জানালেন, তিনি আর করণ দু’জনেই ওয়াটার স্পোটর্স ভালবাসেন। তাই দারুণ এনজয় করেছেন রাইডগুলো। নানা ধরনের স্পোটর্স আর খাওয়াদাওয়ার মধ্যে জন্মদিনটা বেশ অন্যরকম কেটেছে, তাও জানাতে ভুললেন না বিপাশা।