magazine_cover_12_mayl_19.jpg

Tolly News

বক্সিং নিয়ে বাংলা ছবি

BOXER-BIG সঞ্জয় বর্ধন পরিচালিত নতুন বাংলা ছবি ‘বক্সার’ মে মাসের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেতে চলেছে। শোনা যাচ্ছে, এই ছবিতে বক্সিংকে নাকি খুব ভালভাবে এক্সপ্লোর করা হয়েছে। তাই, ছবির নায়ক, নবাগত শিখর শ্রীবাস্তব বিখ্যাত বক্সার মন্টু দাসের কাছে আলাদা করে প্রশিক্ষণও নিয়েছেন। অবাঙালি হলেও বাংলা ভাষা ও বাংলা ছবির প্রতি আগ্রহ শিখরের আগ্রহ বরাবরের। তাই নিজের ডেবিউ ছবি নিয়ে উৎসাহের শেষ নেই শিখরের। ছবির গল্পে বক্সিং রিংয়ে এবং জীবনে চলার পথের সংগ্রাম, দুয়ের মধ্যে তুলনা টানার চেষ্টা করা হয়েছে। ছবিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করছেন এনা সাহা, সৌমিত্র চট্ট‌োপাধ্যায়, রজতাভ দত্ত, লাবণি সরকার, সুদীপ মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, সংঘশ্রী সিনহা, প্রমুখ। ছবিতে সুর দিয়েছেন সমিধ মুখোপাধ্যায়।