magazine_cover_12_august_19.jpg

Tolly News

বিয়ে করছেন ওম?

om-big বেশ কয়েকমাস ধরে‌ই শোনা যাচ্ছিল যে, বাংলা সিরিয়ালের পরিচিত মুখ মিমি দত্তের সঙ্গে ডেট করছেন ওম। প্রসঙ্গত, এর আগে একজনের সঙ্গে বহুবছরের পুরনো সম্পর্ক কাটিয়ে উঠে নাকি এই নতুন প্রেমে মেতে ওঠেন তিনি। প্রায়সময়ই মিমির সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায় ওমকে। তবে প্রেমটা নিয়ে সকলে মোটামুটি নিশ্চিত থাকলেও, এই সম্পর্কটা কতটা সিরিয়াস সেই ব্যাপারে সকলেই সংশয়ে ছিলেন। তবে সূত্রের খবর বলছে, ওম-মিমির প্রেমটা নাকি বেশ সিরিয়াস দিকেই ঘুরছে। সবকিছু ঠিকঠাক থাকলে, মিমির সঙ্গে নাকি বিয়ের প্ল্যানিং‌ও করতে শুরু করেছেন ওম। তবে পুরোটাই গোপনে। এই প্রসঙ্গে ওমকে জিজ্ঞেস করা হলে, হেসে উড়িয়ে দেন তিনি। স্পষ্ট জানান, ‘‘গুজবে কান দেবেন না। আমি বিয়ে করছি, এই খবরের কোনও সত্যটা নেই। আপাতত আমার ফোকাস শুধু আমার পরের রিলিজ়, ‘ভোকাট্টা’র দিকে। এই ছবি নিয়ে প্রচারের খামতি রাখতে চাই না।’’

আসিফ সালাম