magazine_cover_12_september_18.jpg

Tolly News

‘ভাগশেষ’ এবং…

music-release-big ‘মাতৃত্ব’ নিয়ে সিনেমা বোধহয় বাংলা ও হিন্দি চলচ্চিত্রের খুব নতুন কোনও ঘটনা নয়। ‘মম’ কিংবা ‘সিক্রেট সুপারস্টার’ মা-মেয়ের সম্পর্কের রসায়নটি ধরেছে নৈপুণ্যের সঙ্গেই। তাহলে কি নারীকেন্দ্রিক কোনও চলচ্চিত্র তৈরি করে দর্শক মনে এক ধরনের চিরাচরিত অনুভূতি জাগিয়ে তোলাই কি পরিচালকদের মূল লক্ষ্য? প্রশ্নটির উত্তর তর্কাতীত। সম্প্রতি মুক্তি পেতে চলেছে বন্ধুত্ব আর মাতৃত্বের রসায়নে তৈরি নবাগতা পরিচালক রেমা বসুর নতুন ছবি ‘ভাগশেষ’। সম্প্রতি প্রেস ক্লাবে হয়ে গেল সিনেমার মিউজ়িক প্রমোশন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, সৌমিত্র চট্টোপাধ্যায়, মালবিকা সেন, অম্বরীষ ভট্টাচার্য, কৌশিক রায়… উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত পরিচালক জয়ন্ত বসু, গায়িকা জয়তী চক্রবর্তী এবং শুভমিতা বন্দোপাধ্যায়। পরিচালক এবং অভিনেতাদের বক্তব্যে উঠে এল সিনেমার বিষয়বস্তু। নন-বায়োলজিক্যাল এক মায়ের কাহিনি, মাতৃত্ব স্বীকৃতির লড়াই সিনেমার বিষয়কেন্দ্র হলেও, এর বাইরে বিভিন্ন সম্পর্কের রসায়ন দেখানো হয়েছে সিনেমাটি জুড়ে। সিনেমায় স্থান পেয়েছে সম্পর্কের দোলাচলতার প্রসঙ্গও। তবে কাহিনির মূল চমক রয়েছে অন্তিম পাঁচ সেকেন্ডে, এমনটাই বললেন অভিনেতা অম্বরীষ ভট্টাচার্য। নন-বয়োলজিক্যাল মায়ের গল্পই যদি মূল বিষয় হয়, তাহলে কি দর্শকমনে সম্প্রতি অত্যন্ত জনপ্রিয় ছবি ‘মম’-এর কাহিনিটি আসে না? তাহলে ‘ভাগশেষ’-এর মধ্যে নতুনত্ব কোথায়? এই প্রসঙ্গে পরিচালক বললেন, “একেবারেই না, ‘মম’ সিনেমাটি যখন রিলিজ় করেছে, তার আগেই আমার ছবি ফিল্ম ফেস্টিভ্যালে চলে গিয়েছে। যেহেতু আমি প্রযোজক সেভাবে পাইনি, তাই প্রায় দেড়-দু’বছর ধরে অনেক পরিশ্রম করে সিনেমাটি তৈরি করেছি।”

Key words-baghsesh | Rema bose | Non-biological mother | Plot