magazine_cover_12_january_20.jpg

Holly News

কেন আসছেন পরিচালক জো রুসো?

joe-russo-big ২০১৯ এর সবচেয়ে হাইপ্ড ছবি কী আসতে চলেছে প্রশ্ন করলে সকলে একবাক্যে উত্তর দেবে ‘অ্যাভে়ঞ্জারস:এন্ডগেম’। এপ্রিল মাসের জন্য হাপিত্যেশ করে বসে আছে মার্ভেল ফ্যানেরা। তবে এবার এপ্রিলে শুধুই অ্যাভেঞ্জারসরা আসছে না, সঙ্গে নিয়ে আসছে পরিচালকদ্বয়ের একজনকে। ঠিক যেমন ‘থানোস’ চেয়েছিল, অর্ধেক, তেমনই হচ্ছে। অ্যান্থনি রুসো, জো রুসো… এই দুই ভাই এবার ছবির পরিচালনার দায়িত্বে। আর ভারতীয় মার্ভেল ফ্যানেদের কথা ভেবে এপ্রিলে ছবির প্রোমোশনে মুম্বই আসতে চলেছেন জো রুসো, অর্থাৎ দু’জনের একজন। শুধু তাই ‌নয়, দস্তুরমতো ফ্যানেদের সঙ্গে ইন্ট্যারাক্ট করবেন তিনি। প্রোমোশনের জন্য এশিয়া প্যাসিফিকের দেশগুলির মধ্যে ভারতকেই প্রথ‌ম বেছে নিয়েছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স। এতে কিন্তু বোঝাই যায় বাকি দেশগুলোর থেকে ভারতেই মার্ভেল ফ্যানের সংখ্যা অনেকটা বেশি… এখন এপ্রিলে ‘থানোস’ কী করে সেটারই অপেক্ষা।

mcu | endgame | avengers 4 | marvel | Mumbai | joe russo