Home sports অস্ট্রেলিয়া বন্ধু নয়!

অস্ট্রেলিয়া বন্ধু নয়!

kohli২০০৫ সালের অ্যাশেজ়ের পর অন্যতম সেরা ক্রিকেট সিরিজ়? হ্যাঁ, সদ্য সমাপ্ত ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ়কে এইভাবেই বিশ্লেষণ করছেন অনেকে। তবে তা একেবারে নস্যাৎ করে দেওয়ার উপায়ও নেই! শেষ কবে এমন রোলারকোস্টার রাইড মার্কা সিরিজ় দেখেছেন বলুন তো? প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার এগিয়ে যাওয়া, দ্বিতীয় ম্যাচে ভারতের ফিরে আসা, বিরাট কোহলির চোট, ডিআরএস-এর জন্য ক্যাপ্টেন স্মিথের ড্রেসিংরুমের দিকে তাকানো, জাদেজার দরন্ত ফর্ম, স্মিথের গালাগালি এবং শেষে টিম ইন্ডিয়ার হাসি… রসদের তো কমতি ছিল না এতটুকু! টেস্ট ক্রিকেটকে যারা এখন ক্রিকেট পদবাচ্য বলে মনে করেন না, সেই সমস্ত নিন্দুকদের মুখেও তো বেশ বড় রকমের চুনকালি পড়ে গিয়েছে। তবে হ্যাঁ, সবশেষে ক্রিকেট এবং টিম ইন্ডিয়ার জয় হলেও, লড়াইয়ের আগুন এখনও পুরোপুরি নিভে যায়নি। বিরাট কোহলি যেমন প্রেস কনফারেন্সে এসে সদর্পে জানিয়ে গেলেন, টিম ইন্ডিয়া এখন ইঁটের বদলে পাটকেল দিতে জানে। শুধু তা-ই নয়, কেউ পিছনে লাগলে, জবাব দিয়ে দেয় সঙ্গে সঙ্গেই। বিরাট যে অজ়ি টিমকে নিশানা করেছেন, তা বোঝার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার পড়ে না। তবে বিরাট যে খুব রেগে আছেন, সেটা বেশ বোঝা গিয়েছে। আর হবে না-ই বা কেন, চোটের পরে তো ম্যাক্সওয়েল আর স্মিথ বিরাটকে কম ‘নকল’ করেননি। সেটার জন্যই বোধ হয়, বিরাট বিরক্ত হয়ে বলে দিয়েছেন, ‘‘সিরিজ় ভাল হয়েছে তো কী, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আর জীবনে ভাল বন্ধু বলে মনে করব না আমি।’’