অনূর্ধ্ব-১৯ ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নিলেন সচিন তেন্ডুলকর-পুত্র অর্জুন। চারদিনের দু’টি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল। তার জন্যই নির্বাচিত হয়েছেন অর্জুন তেণ্ডুলকর। সম্প্রতি অস্ট্রেলিয়ায় ক্লাব ম্যাচে বেশ ভাল খেলেছেন তিনি। বাঁ-হাতি পেসার হিসেবে ধারাবাহিকভাবে ভাল গতি আনেন অর্জুন। মূলত সে কারণেই নির্বাচিত হয়েছেন তিনি। ব্যাটেও তিনি বেশ মারকুটে। তবে বিরুদ্ধ মতও উঠেছে। সচিনের পুত্র বলেই যে ‘সাধারণ’ খেলোয়াড়টি ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন, এমন কথা বলছেন অনেকেই। সচিনের পুত্র বলে তাঁকে যে অতিরিক্ত চাপ নিতেই হবে, একথা কিন্তু জানা-ই। দেখা যাক, অর্জুন সেই চাপ নিতে পারেন কিনা।
Arjun Tendulkar | Sachin Tendulkar