Home music news ফের অনুপমের হিন্দি সিনেমা

ফের অনুপমের হিন্দি সিনেমা

anupam-bigএটা কি অনুপম রায়ের নতুন স্টান্স? জানা নেই। কিন্তু এটা সত্যি যে, নতুন সমস্ত কাজ চুপি চুপি করে ফেলছেন তিনি। কিছুদিন আগেই আনন্দলোক-এ প্রকাশিত হয়েছিল অনুপমের নতুন হিন্দি ছবি ‘ডিয়ার মায়া’র কাজের খবর। মনীশা কৈরালার কামব্যাক ছবির কাজ করছিলেন তিনি। এরই মধ্যে ফের আর একটি হিন্দি সিনেমার সঙ্গীত পরিচালনার কাজ করলেন অনুপম। ‘রানিং শাদি ডট কম’-এর কাজটা প্রায় চুপিসাড়েই করেছেন তিনি। যদিও এই ব্যাপারে এখনও মুখে কুলুপ অনুপমের। তাপসী পন্নু অভিনীত এই ছবি নিয়ে অনুপমের বক্তব্য, ‘‘আগে মিউজ়িক রিলিজ় হোক, তারপর এই নিয়ে কথা বলব।’’ তবে অনুপমের কথা শুনে বোঝা গেল, সঙ্গীতে এবার নতুন কিছু চমক থাকতে চলেছে অবশ্যই।