magazine_cover_12_october_18.jpg

Bolly News

জোর বকুনি!

anil-kapoor-sonam-kapoor-bigবাবা অনিল কপূরের কাছ থেকে জোর বকুনি খেলেন সোনম কপূর! ব্যাপারটা কী হয়েছে শুনুন। এ বছর একটি অ্যাওয়ার্ড সেরেমনিকে অনিল আর সোনম উপস্থি্ত ছিলেন। তাই সেই অনুষ্ঠানে ‘নীরজা’র জন্য এডিটর্‌স চয়েজ় বেস্ট অ্যাকট্রেস হন সোনম। নিজের পুরস্কারটি নিয়ে দিব্যি সিটে গিয়ে বসেন সোনম। এরপর ‘নীরজা’র পরিচালক রাম মাধবানিও বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড পান। তো সেই পুরস্কার দিতে মঞ্চে উপস্থিত হন, অনিল আর বনি কপূর। তাঁরা ছবির সঙ্গে জড়িত সকলকে মঞ্চে আসার অনুরোধ করেন। বাকিরা আসেনও। সোনম ব্যতীত। তিনি তখন ব্যস্ত ছিলেন বন্ধুর সঙ্গে খোশ গল্পে। ঘোষণাটা শুনেও না শোনার ভান করেন সোনম। রেগে সোনমকে মঞ্চ থেকেই অনিল ডাক দেন। আর বলেন, ‘আপনি বাপ সে কুছ শিখো’। বাবার ধমক খেয়ে মঞ্চে উঠলেও ডিরেক্টরের ভিকট্রি স্পিচ শোনার আগেই মঞ্চ থেকে নেমে আসেন সোনম। বাড়িতে গিয়ে সোনমের কপালে আরও বকুনি জুটেছে বোধহয়।