magazine_cover_12_august_19.jpg

Bolly News

অনিল-জুহি একসঙ্গে আবার

Anil-and-juhi---big অনিল কপূর আর মাধুরী দীক্ষিতের জুটির মতো, অনিলের সঙ্গে জুহি চাওলার জুটিও ছিল সুপারহিট। সেই জুটি আবার ফিরছে বড় পরদায়। বিধুবিনোদ চোপড়ার ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা’ ছবিতে অনিল আর জুহি ফের জুটি বাঁধছেন। ছবিতে থাকছেন সোনম কপূর এবং রাজকুমার রাও-ও। অনিল আর সোনমও প্রথমবার সিনেমায় একসঙ্গে কাজ করবেন। এটি একটি ফ্যামিলি ড্রামা। আর অনিল-জুহি সোনমের মা-বাবার চরিত্রে অভিনয় করছেন।

Anil Kapoor | Juhi Chawla | Sonam Kapoor | Rajkumar Rao