magazine_cover_12_april_18.jpg

Holly News

জোলির ড্রাগ টেস্ট

Angelina-Jolie--bigএ আজকের খবর নয়। বিখ্যাত সেই ‘টুম রেডার’-এর সময়ের কথা। এই ছবিই তো অ্যাঞ্জেলিনা জোলিকে তাঁর আজকের উচ্চতার অনেকটা দিয়েছে। ছবির পরিচালক সাইমন ওয়েস্ট সম্প্রতি একটি বইয়ে জানিয়েছেন, সেসময়ে অ্যাঞ্জেলিনার রীতিমত ‘বদনাম’ ছিল পুরুষদের সঙ্গে সম্পর্ক এবং নেশা নিয়ে। ‘অরিজিনাল সিন’-এর সময়ে অ্যাঞ্জেলিনার সময় ওয়েস্টের দেখা হয় এবং অ্যাঞ্জেলিনা তাঁকে জানান, বদনাম দূর করতে তিনি সব করতে রাজি। ওয়েস্ট যেন তাঁকে ‘টুম রেডার’-এ নেওয়ার সাহসটুকু দেখান। তারপর? ছবির কাজ চলার সময় কয়েকদিন অন্তর ড্রাগ টেস্ট করা হত জোলির। একটুও অপমানিত বোধ করেননি তিনি। সমস্ত পরীক্ষায় উতরে, আজ এখানে এসে দাঁড়িয়েছেন। এ-ও তো এক জয়েরই কাহিনি!

Angelina Jolie | Tomb Raider | Drug test