না বিচারটা সেরেই ফেলা যাক। এই ছবি শুরুর আগে দুই প্রতিপক্ষ ছিল। এক হৃতিক রোশন দুই দর্শক। কোন রূপে দর্শকের কাছে ধরা দেবেন হৃতিক? তিনি কি অভিনয়টুকু সেরেই সরে পড়বেন (তবে ট্রেলার কিন্তু আশা জাগিয়েছিল) নাকি দর্শকের হৃদয় হরণ করবেন নিজের রূপ দিয়ে, শরীর চালনা দিয়ে।
