magazine_cover_27_november_18.jpg

 

Home review list মুক্কাবাজ়
Mukkabaaz-poster

মুক্কাবাজ়

স্ট্যালন-সলমন-দেব-দের দুনিয়ায় মাঝে-মাঝে বিনীতকুমার সিংহরা চমকে দেন। সৌজন্যে, অনুরাগ কাশ্যপ। ‘মুক্কাবাজ়’ ছবিটিতে সাধারণ স্পোর্টসমুভির প্রেডিকটেবিলিটি নেই, নেই ‘এ তো জিতবেই’ জাতীয় রূপকথা। আসলে ঠিক স্পোর্টসমুভি তো নয় এ ছবি। ছবির প্রধান চরিত্র ‘মুক্কেবাজ়’ বা বক্সার নয়, ‘মুক্কাবাজ়’ বা যোদ্ধা। রিংয়ের লড়াই সে হেরে যেতে বাধ্য হয়।