magazine_cover_12_august_19.jpg

 

Home music news তিনের জন্য এক!

তিনের জন্য এক!

Amaan-Ali-Khan-big উস্তাদ আমজাদ আলি খানের সুপুত্র আমান আলি খান নিঃসন্দেহে মার্গসঙ্গীতে এপ্রজন্মের অন্যতম সেরা শিল্পী। এছাড়াও সমাজসেবামূলক কাজেও তিনি পিছিয়ে থাকেন না। ‘মৃণালিনী ক্যানসার রিসার্চ সেন্টার’, ‘মালবিকা থ্যালাসেমিয়া ইউনিট’ এবং ‘নিবেদিতা স্কুল ফর স্পেশ্যাল চিলড্রেন’ নামের তিনটি জনকল্যাণমূলক সংস্থার জন্য অনুদান সংগ্রহের উদ্দেশে এগিয়ে এসেছেন তিনি। একক সরোদবাদন অনুষ্ঠানের মাধ্যমে যা অর্থ সংগৃহীত হবে, সব যাবে এই তিন সংস্থার তহবিলে। আমানের এই প্রচেষ্টা সত্যিই সাধুবাদের দাবিদার। ২১ এপ্রিল কলকাতার জি ডি বিড়লা সভাঘরে আয়োজিত এই অনুষ্ঠানে, আমানের সঙ্গে তবলায় সঙ্গত করবেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।