magazine_cover_12_March_19.jpg

Bolly News

রণবীর-প্রেমে আলিয়া

অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটে নাকি ভালই প্রেম জমে উঠেছে আলিয়া এবং রণবীর কপূরের। ইদানীং প্রায়ই ডিনার ডেটে যাচ্ছেন যুগলে। সঙ্গে কখনও অয়ন, কখনওবা করণ জোহর। আলিয়া অবশ্য অনেকদিন আগেই স্বীকার করেছেন রণবীর কপূরের উপর তাঁর বহুদিনের ক্রাশ। ‘রকস্টার’ দেখার পর করণ জোহরের মাধ্যমেই প্রথম কথা হয়েছিল রণবীরের সঙ্গে। এমনকী, ক্যাটরিনার সঙ্গে তখন সম্পর্ক ছিল জেনেও আলিয়া বিয়ে করতে চেয়েছিলেন রণবীরকে। কিন্তু সেটা নিছকই ফ্যানের পাগলামি বলে ধরে নেওয়া যায়। তবে সম্প্রতি সেই জল্পনাকে উসকানি দিলেন আলিয়া নিজেই। ‘রাজ়ি’র প্রোমোশনে গিয়ে জানান, এখনও তিনি রণবীরকেই ভালবাসেন এবং তাঁকেই বিয়ে করতে চান। সোনম কপূরের বিয়েতেও হাত ধরে দু’জনে ঢুকেছেন। তবে রণবীরেরও আলিয়ার প্রতি এমনই প্রেম কি না, তা জানা যায়নি।