magazine_cover_12_august_19.jpg

Bolly News

অনেক হল সামাজিক ছবি!

Akshay-Kumar-big‘টয়লেট’, ‘প্যাডম্যান’, ‘গোল্ড’… নানা ধরনের দেশাত্মবোধক ও সমাজ-সংস্কারমূলক ছবি করার পর এ ধরনের ছবি থেকে একটু ব্রেক নিচ্ছেন অক্ষয়কুমার। পাইপলাইনে তাঁর পরবর্তী ছবি, তামিল ছবি ‘বীরম’-এর রিমেক। Akshay-Kumar2 লেখক জুটি সাজিদ-ফরহাদের ফরহাদ এই প্রথম ছবি পরিচালনা করবেন। ‘বীরম’-এ মুখ্য ভূমিকায় ছিলেন অজিত। সেই চরিত্রটিই করছেন অক্ষয়। কমেডি, প্রেম, অ্যাকশনের মিশেলে ফুলটু এন্টারটেনার বলতে যা বোঝায়, এ ছবি ঠিক তা-ই। আপাতত ছবির ওয়র্কিং টাইটেল ‘ল্যান্ড অফ লুঙ্গি’।

Akshay Kumar | Ajith | Veeram