magazine_cover_12_october_19.jpg

Tolly News

অক্ষয়ের চোট

karan-johar-big অনুরাগ সিংহর ‘কেসরী’ ছবির শুটিং চলছিল মহারাষ্ট্রের ওয়াইতে। সারাগাহি যুদ্ধ এই ছবির পটভূমি। স্বভাবতই তাতে অ্যাকশন সিকোয়েন্স যে থাকবে এটা বোঝাই যাচ্ছে। বুধবার ক্লাইম্যাক্সের এমনই অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় পাঁজরে চোট পেয়েছেন অক্ষয়কুমার। karan-johar-big2 দ্রুত তাঁকে মুম্বইতে ফিরিয়ে আনার কথা হলেও, সম্মত হননি অক্ষয়। থেকে যেতে চেয়েছেন শুটিং লোকেশনেই। তবে ভক্তদের উতলা হওয়ার কোনও কারণ নেই! কারণ, চোট সামলেই অক্ষয় আজ থেকে আবার শুটিং-এ ফিরছেন। ছবিটিতে অক্ষয়ের সহঅভিনেত্রী পরিণীতি চোপড়া। ছবিটি সম্ভবত মুক্তি পাচ্ছে ২০১৯-এ।

Akshay Kumar | kesari | anurag singh