magazine_cover_12_may_18_3.jpg

Bolly News

আমার পছন্দ!

ajay-devgan-big তাঁর প্রতিটি ছবিতেই থাকে চমক! প্রতিটি ছবির বিষয়ভাবনায় থাকে নতুনত্ব। তা সে হালফিলের ‘দৃশ্যম’ হোক বা আগের ‘জখ্‌ম’। অজয় দেবগনের কথা বলছি। তাঁর অভিনয়ের ভক্ত নন, এমন লোক পাওয়া যাবে না। ‘ফুল অউর কাঁটে’র মতো মসালা মুভি বা ‘ওমকারা’র মতো গম্ভীর ছবি, দু’ ধরনের সিনেমায় স্বচ্ছন্দ অজয়। ajay-devgan-inset কিন্তু এত ছবির মধ্যে তাঁর নিজস্ব পছন্দ কিন্তু ‘জখ্‌ম’। ১৯৯৮কে মহেশ ভট্ট পরিচালিত এই ছবি এখনও অজয়ের ফেভারিট। এই ছবিটিকে কেরিয়ারের অন্যতম সেরা ছবি হিসেবেই মনে করেন তিনি। আর কাজলের সঙ্গে তাঁর ফেভারিট ছবি, ‘পেয়ার তো হোনা হি থা।’ এই দুটো ছবিকেই বাকিদের চেয়ে একটু স্পেশ্যাল আখ্যা দিতে চান তিনি।