magazine_cover_12_september_18.jpg

Bolly News

এবার ইনস্টাগ্রামে ঐশ্বর্যা

Aishwarya-Rai-Bachchan-big এমনিতে প্রাইভেট পারসন হিসেবেই পরিচিত ঐশ্বর্যা রাই বচ্চন। সোশ্যাল মিডিয়াতেও খুব একটা অ্যাক্টিভ নন তিনি। পিআর-দের প্রেশারে নেহাত ফেসবুক ও টুইটারে অ্যাকাউন্ট খুলতে বাধ্য হয়েছেন। তবে এবার নাকি ইনস্টাগ্রামেও প্রোফাইল খুলতে চলেছেন ঐশ্বর্যা। ফ্যানদের থেকে ক্রমাগত অনুরোধের ফলেই বচ্চন-বধূর এই সিদ্ধান্ত। আনন্দলোক-এর তরফ থেকে ঐশ্বর্যাকে ইনস্টাগ্রামে স্বাগত জানাই।

Aishwarya Rai Bachchan