magazine_cover_27_november_18.jpg

Tolly News

আদৃত-পূজার দ্বিতীয়

‘নূরজাহান’ ছবি দিয়ে ইনিংস শুরু করেছে আদৃত-পূজা জুটি। বিশেষত আদৃতকে নিয়ে তো আলোচনাও যথেষ্ট হয়েছে। এবার এই জুটি তাদের দ্বিতীয় ছবি পাচ্ছে। সেই রাজ চক্রবর্তীর প্রযোজনাতেই। তা-ও আবার এক বিখ্যাত সিনেমার ‘সিকোয়েল’-এ। সোহম-পায়েল অভিনীত ‘প্রেম আমার’-এর পর, আদৃত-পূজার ‘প্রেম আমার ২’। নতুন ছেলে-মেয়ে এবং ইনটেন্স প্রেমকাহিনি নিয়ে কাজ করা রাজ চক্রবর্তীর একরকম ফোর্টে-ই বলা যায়। বিয়েটিও সেরেছেন সদ্য। ফলে ছবিটিতে নতুন উৎসাহ আশা করাই যায়। কী বলেন? ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, ছবির পরিচালক বিদুলা ভট্টাচার্যর নেতৃত্বে।

Adrit Roy | Puja Charry Roy | Prem Amar 2 | Raj Chakraborty