magazine_cover_12_february_19.jpg

Tolly News

সন্দীপ রায়ের পরিচালনায় আবির-রাইমা

abir-raima-bigআবির চট্টোপাধ্যায় ও রাইমা সেনের জুটিকে ফের দেখা যাবে বড় পরদায়। এবার শরদিন্দু বন্দোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে তৈরি হতে চলেছে নতুন ছবি। ছবির নাম এখনও চূড়ান্ত না হলেও খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই ছবির শুটিং। সঙ্গে থাকছে আরও একটি চমক। এই ছবির পরিচালনা করবেন সন্দীপ রায়। রিমেক ছেড়ে ফের সাহিত্যকে আশ্রয় করেই ঘুরে দাড়াতে বদ্ধপরিকর টলিউড ইন্ডাস্ট্রি। এখন দেখার আবির-রাইমা-সন্দীপ জুটি দর্শকদের কতটা সম্মোহিত করতে পারে।