magazine_cover_12_mayl_19.jpg

Tolly News

অনীকের পরের ছবিতে আবির-গার্গী?

Abir-Chatterjee-and-Gargi-bigভূতের ভবিষ্যত্’ এবং ‘আশ্চর্য প্রদ্বীপ’-এর পরে আরও একবার বড় পরদায় দেখা যাবে পরিচালক অনীক দত্তকে। কানাঘুষোয় শোনা যাচ্ছে, অনীকের পরের ছবির স্ক্রিপ্ট নাকি রেডি। আপাতত কাস্টিংপর্ব চলছে। সবকিছু ঠিকঠাক এগোলে আবির চট্টোপাধ্যায় ও গার্গী রায় চৌধুরীকে নাকি এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে। তবে ছবিতে নাকি অনসম্বল কাস্ট হবে। অনীকের জনপ্রিয় ওয়ান লাইনারস থাকলেও, এই ছবিটি নাকি কমেডি ঘরানার একেবারেই নয়।

কাস্টিং ফাইলাইজ় হয়ে গেলেই নাকি ছবির শুটিং শুরু হয়ে যাবে।