Tolly News

পার্নোর কাছে আবিরের অভিযোগ

Abir-Parno-bigসকলেই অপেক্ষা করে আছেন কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিসর্জন’ ছবির মুক্তির অপেক্ষায়। সেই তালিকায় রয়েছেন পার্নো মিত্রও। সম্প্রতি একটি পার্টিতে ‘বিসর্জন’ ছবির নায়ক আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় পার্নোর। সেখানে যখন পার্নো আবিরকে ‘বিসর্জনের’ জন্য শুভেচ্ছা জানান, তখনই আবির পার্নোর কাছে অভিযোগ করেন, শুভেচ্ছা জানালেও, পার্নো নিশ্চয়ই কোনও ইউনিক এক্সকিউজ় দেখিয়ে প্রিমিয়ারে অনুপস্থিত থাকবেন!