magazine_cover_12_february_18.jpg

Tolly News

পুজোর খুনসুটি!

ঘটনাটা চতুর্থীর। আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম, তনুশ্রী, ঋদ্ধিমা ঘোষ এবং আরও অনেকে বেড়িয়েছিলেন পুজো পরিক্রমায়। এক মণ্ডপ থেকে আরও এক মণ্ডপে ঘুরে বেড়াচ্ছিলেন বিচারক হিসেবে। কিন্তু রাস্তার প্রচুর জ্যাম। তাই বোরডম কাটাতে আবির বললেন, কলকাতার রাস্তায় এত জ্যাম তাঁর মোটেও খারাপ লাগছে না। এমনকী, ঘুমও পাচ্ছে না। কারণ এত সুন্দরীদের মাঝে আছেন তো। যদিও সুন্দরীরা ব্যাপারটিতে একটুও গলে না গিয়ে দিব্যি ক্যাটক্যাট শুনিয়ে দিয়েছেন, এই জ্যামে তাঁদের বেজায় বিরক্তি লাগছে। কেউ-কেউ তো আবিরকে ‘কলির কেষ্ট’ও বলেছেন। পুজো বলে কথা।

more-news