magazine_cover_12_december_19.jpg

Tolly News

জিতের ছবিতে আবির-রুক্মিণী?

tolly-news-jeet-big2 নিজের প্রোডাকশন হাউজ় খোলার পর থেকেই জিৎ বারবার বলে এসেছেন, নতুন প্রতিভাদের তিনি সুযোগ দিতে চান। সঙ্গে এটাও বলেছেন যে তাঁর প্রোডাকশনের সব ছবিতে যে তিনিই নায়ক হবেন, এটা ধরে নেওয়ার কোনও কারণ নেই। সেই কথা মতোই জিতের প্রোডাকশনের পরের ছবিতে নায়ক হিসেবে সই করানো হল আবির চট্টোপাধ্যায়কে। ‘অসুর’-এর পর জিতের প্রোডাকশনে আবার কাজ করতে দেখা যাবে আবিরকে। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌভিক কুন্ডু। এটাই সৌভিকের বড় পরদায় প্রথম কাজ। সূত্রের খবর বলছে, এই ছবিতে আবিরের বিপরীতে নায়িকা হিসেবে নাকি দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এই ছবি প্রসঙ্গে আবির জানান, ‘‘আমি ছবিটা করছি এটা নিশ্চিত। সৌভিকের এটা প্রথম কাজ। তবে নায়িকা কে হবে সেই বিষয়ে আমি ঠিক জানি না। আমার কাছে খবর, নায়িকার কাস্টিং এখনও চলছে।’’

আসিফ সালাম

jeet | Abir Chatterjee | Rukmini Maitra