magazine_cover_27_november.jpg

Bolly News

টুইঙ্কলের প্রশংসায় আমির

aamir-bigসম্প্রতি টুইঙ্কল খন্নার বই ‘মিসেস ফানিবোনস’-এর উদ্বোধনে হাজির ছিলেন আমির খান। সেখানেই আমির টুইঙ্কলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। আমিরের বক্তব্য হল, টুইঙ্কল নাকি চমত্‌কারভাবে মানুষকে অপমান করতে পারেন। কখনও কথার মাধ্যমে, কখনও বা কলমের খোঁচায়। প্রসঙ্গত ২০০০-এ ‘মেলা’ ছবিতে দু’জনে একসঙ্গে কাজ করেছিলেন। আমির জানান পুরো শুটিংয়েই অত্যন্ত দক্ষতার সঙ্গে তাঁকে অপমান করেছিলেন টুইঙ্কল। না, ব্যাপারটা অত সিরিয়াসলি নেওয়ার মানে হয় না, কারণ পুরো বিষয়টাই মজা করে বলেন আমির। এই বিষয়ে আমিরকে এক বাক্যে সার্পোট করেন টুইঙ্কলের হাজ়ব্যান্ড অক্ষয়কুমার। তবে আমির আর অক্ষয়, দু’জনেরই বক্তব্য, লেখিকা হিসেবে যথেষ্ট পরিণত টুইঙ্কল।