magazine_cover_27_november_18.jpg

Bolly News

জ্ঞানের অভাব!

aamir-khan-big আমির খান নাকি ইন্ডাস্ট্রির পারফেকশনিস্ট, জ্ঞানেরও কোনও শুরু-শেষ নেই। তারপর আবার নারীবাদী কথাবার্তা বলে কবেই মহিলাদের মন জয় করে ফেলেছেন। সেই আমিরই একটি শোয়ে এসে ছড়ালেন! ক্রিকেট নিয়ে প্রশ্ন করা হচ্ছিল আমিরকে। ঠিকঠাকই উত্তর দিচ্ছিলেন। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট টিমের অধিনায়কের নাম জিজ্ঞাসা করতেই থমকান আমির। বেশ কিছুক্ষণ ভাবনাচিন্তা করে, ‘পেটে আসছে মুখে আসছে না’ বলে এড়িয়ে যান। এই কিছুদিন আগে বিশ্বকাপ হল। তা-ও যদি আমির খান মিতালি রাজের নাম না জানেন, তাহলে…

Aamir Khan | Mithali Raj