magazine_cover_12_september_18.jpg

Tolly News

রূপকথার গল্প শোনাবে ‘রেনবো জেলি’

rainbow-jelly-big তরুণ পরিচালক সৌকর্য ঘোষালের পরবর্তী ছবি ‘রেনবো জেলি’ মুক্তি পেতে চলেছে আগামী ২৫ মে। ভিন্ন স্বাদের এই ছবিটি একটি রূপকথার গল্প, পরিচালকের কথায় ‘ফুড ফ্যান্টাসি’। তবে এই রূপকথা ছোট-বড় সকলের। ছবিটির প্রধান চরিত্র ঘোতন একটি অটিস্টিক শিশু। অনাথ, অসুস্থ ঘোতনকে অকথ্য অত্যাচার করে তার মামা ‘গন্ডারিয়া’ (কৌশিক সেন), হাসাহাসি করে পাড়ার অন্যরাও। অসহায় ঘোতনের একমাত্র বন্ধু পাড়ার চায়ের দোকানদার অনাদি (শান্তিলাল মুখোপাধ্যায়)। এমন ঘোতনকে উদ্ধার করতে হঠাৎ উদয় হন রহস্যময়ী পরীপিসি (শ্রীলেখা মিত্র)। সাত দিনে, সাত রকম স্বাদ ও রং-এর সাতটি পদ রান্না করেন পরীপিসি, এবং ঘোতনকে নির্দেশ দেন মামা ‘গন্ডারিয়া’-কে সেগুলি খাওয়াতে। এক-একটি পদের সঙ্গে যুক্ত মানুষের এক-একটি অনুভুতি— খুশি, দুঃখ, রাগ ইত্যাদি। সপ্তম দিনে পরীপিসির কথা মতো বদলে যাওয়ার কথা ঘোতনের জীবন। সেটা হল কিনা জানতে হলে দেখতে হবে ছবিটি। ছবির অন্যতম বৈশিষ্ট ঘোতনের চরিত্রে অভিনয় করা শিশুশিল্পী মহাব্রত বসু। বছর তেরোর মহাব্রত নিজেও একজন বিশেষ চাহিদাসম্পন্ন বালক। বাংলা চলচিত্রের ইতিহাসে এই প্রথম কোনও ছবিতে অভিনয় করছে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুশিল্পী। তার আচার-আচরণ, কথা বলার ভঙ্গী, মনের ভাব প্রকাশে জটিলতা, ছবিতে ঘোতনের চরিত্রটিকে অনেক বেশি বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য করে তুলেছে।

Rainbow jelly | Soukarya Ghoshal | Mahabrata Basu | Kaushik Sen | Sreelekha Mitra