২০১৯ এর সবচেয়ে হাইপ্ড ছবি কী আসতে চলেছে প্রশ্ন করলে সকলে একবাক্যে উত্তর দেবে ‘অ্যাভে়ঞ্জারস:এন্ডগেম’।
একটি মানুষ একা, তাঁর সঙ্গী কয়েকটি কণ্ঠ। কোনওটাই তাঁর নিজের নয় আবার নিজেরও! নরসিংহ (কৌশিক) পেশায় একজন হরবোলা। স্বভাবে অত্যন্ত শান্ত, সাত চড়ে রা না কাড়া এক ব্যক্তি।